প্রশ্ন: লালমনিরহাট জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: লালমনিরহাট জেলার সীমানা কি?
উ: লালমনিরহাট জেলার সীমানা:
✅ উত্তরে: ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা
✅ দক্ষিণে: রংপুর জেলা
✅ পূর্বে: কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার জেলা
✅ পশ্চিমে: পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা
প্রশ্ন: লালমনিরহাট জেলার আয়তন কত?
উ: ১,২৪৭.৩৭১ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: লালমনিরহাট জেলার আন্দোলনের নাম কি?
উ: গণশিক্ষা সমিতি লালমনিরহাট।
প্রশ্ন: লালমনিরহাট জেলার গ্রাম কতটি?
উ: ৪৭৮ টি।
প্রশ্ন: লালমনিরহাট জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৪৫ টি।
প্রশ্ন: লালমনিরহাট জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৫ টি। লালমনিরহাট সদর, পাটগ্রাম, আদিতমারী, কালিগঞ্জ, হাতিবান্ধা।
প্রশ্ন: লালমনিরহাট জেলার পৌরসভা কতটি?
উ: ২ টি। লালমনিরহাট, পাটগ্রাম।
প্রশ্ন: লালমনিরহাট জেলার নদ-নদী কি কি?
উ: তিস্তা, শিংগীমারী, ধরলা ইত্যাদি।
প্রশ্ন: লালমনিরহাট জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: প্রকৌশল শিলা।
প্রশ্ন: লালমনিরহাট জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: কবি বাড়ি (শেখ ফজলুল করিমের বাস্তুভিটা ও সংগ্রহশালা)।
প্রশ্ন: লালমনিরহাট জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: শেখ ফজলুল করিম (সাহিত্যিক), নুরুল দিন (কৃষক নেতা), ফকির মজনু শাহ (ফকির আন্দোলনের নেতা), কাজী শেখ রিয়াজউদ্দিন (রাজনীতিবিদ)।